Ajker Patrika
হোম > অপরাধ

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

সাতক্ষীরা প্রতিনিধি

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’
প্রতীকী ছবি

সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

নিহত স্বামীর নাম আবুল কালাম আজাদ (৪৫)। আর আত্মহননকারী নাজমিন আক্তার (৩০) আবুল কালামের দ্বিতীয় স্ত্রী। আবুল কালাম আজাদ কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মাজেদ মোল্লার ছেলে। তিনি ঝাউডাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

ওয়ারিয়ার পালপাড়ার মোহন পাল জানান, ঝাউডাঙ্গা বাজারের বস্ত্র ব্যবসায়ী আবুল কালাম তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দুই মাস যাবৎ তাঁর বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে তাঁরা বের না হওয়ায় তিনি ওপরে ওঠেন। এ সময় কালামের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশের ঘরে সিলিং ফ্যান ঝোলানোর ক্লাম্পের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে ঝুলে থাকতে দেখেন। নিহত কালামের গলায় নাইলনের সুতা দিয়ে ফাঁস দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

পাশে কয়েকটি চিরকুট পড়ে ছিল। তাতে লেখা ছিল—‘আমি সবকিছু শেষ করে দিলাম। আমি ২.৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার করো, ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তার পরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’

স্বামীকে হত্যার পর আবুল কালাম আজাদের বুকের ওপর কলম দিয়ে লেখেন—‘সরি জান, আই লাভ ইউ’। পরে তিনি নিজেই আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুই বিয়ে ছিল। তার বড় বউ শারমিনের সঙ্গে সুসম্পর্ক ছিল না। ছোট স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের পক্ষে ছিলেন। কিন্তু বড় বউ রাজি ছিলেন না। এ ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধর্ষকের পক্ষ নিচ্ছেন ডিএমপি কমিশনার: টিআইবি

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২