Ajker Patrika
হোম > অপরাধ

ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

ধনবাড়ী প্রতিনিধি

ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

ধনবাড়ীতে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি এখন টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার একটি গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার জানাজানি হয়। তবে থানা-পুলিশ বলছে, এখনো অভিযোগ পায়নি। অভিযুক্ত ওই প্রতিবেশী সম্পর্কে শিশুটির দাদা।

ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, সোমবার দুপুরে বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ঘরে ডেকে নেন এবং ধর্ষণ করেন। শিশুটি পরিবারের সবাইকে এ ঘটনা জানিয়ে দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

শিশুটির বাবা বলেন, ‘মেয়েকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে তারা টাঙ্গাইল হাসপাতালে নিয়ে যেতে বলে। বর্তমানে অবস্থা তেমন ভালো নয়। গণ্যমান্যকে বিষয়টি জানিয়েছি। এর আগেও ওই ব্যক্তি একাধিকবার এ কাণ্ড ঘটিয়েছে বলে জানায় মেয়েটি। টাকার বিনিময়ে মীমাংসার জন্য কতিপয় মাতব্বর চাপ দিচ্ছেন। কিন্তু আমরা বিচার চাই। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এক প্রতিবেশী বলেন, ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। পাশাপাশি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।’

এ বিষয়ে এক ইউপি সদস্য বলেন, ‘ঘটনাটি জানার পরপরই চেয়ারম্যানকে জানিয়েছি। তবে ওই পরিবারের কেউ এখনো আসেনি।’

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। তবে লোক মারফত ঘটনাটি শুনে ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলেছি।’

এদিকে অভিযুক্ত ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ