হোম > অপরাধ

মাথাব্যথা সহ্য করতে না পেরে ‘আত্মহত্যা’

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় রুবেল (২৫) নামের এক যুবক মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

রুবেল উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি। মাথাব্যথা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন বলে দাবি পরিবারের।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দীন খান বলেন, ১৮-২০ দিন আগে কাজ শেষে সাইকেল চালিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে পালিদেহা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে থাকা করাতকলের কাঠের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তীব্র ব্যথার কারণে তাঁর মাথায় সিটি স্ক্যান করানোর পর চিকিৎসক জানান, মস্তিষ্কে আঘাতের কারণে যন্ত্রণা হচ্ছে।

হেলাল উদ্দীন খান আরও বলেন, তীব্র মাথাব্যথা সইতে না পেরে গত শুক্রবার রাতে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের লোকজন রামেক হাসপাতালে তাঁকে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন