Ajker Patrika
হোম > অপরাধ

অস্ত্রোপচারের সময় রগ কেটে ফেলার অভিযোগ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

অস্ত্রোপচারের সময় রগ কেটে ফেলার অভিযোগ

পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচারের সময় সুফিয়া খাতুন (২৫) নামের এক নারীর পেটের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের চিকিৎসক কে এম খাইরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। খাইরুজ্জামান মমেক হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক।

 ঘটনার পর ওই ভুক্তভোগীর স্বামী মো. সিদ্দিক মিয়া গত শনিবার ময়মনসিংহ সিভিল সার্জনের কাছে ডাকযোগে একটি লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন। এর অনুলিপি দেওয়া হয় স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), নেত্রকোনার জেলা প্রশাসক ও ময়মনসিংহের সিভিল সার্জনের কাছে। ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লেংগুরা ইউনিয়নের উদাপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন তিন মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহে এভারকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামের একটি বেসরকারি হাসপাতালে এ কে এম খাইরুজ্জামান চৌধুরীকে দেখান। ডাক্তার আলট্রাসনোগ্রাম করার কথা বলেন। রিপোর্ট দেখে তিনি দ্রুত অস্ত্রোপচার করাতে বলেন।

 পরে ওইদিনই ভুক্তভোগীর স্বামী সিদ্দিক মিয়া ‘এভারকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এ কে এম খাইরুজ্জামান চৌধুরীর মাধ্যমে সুফিয়ার অস্ত্রোপচার করান। তিন দিন পর সিদ্দিক মিয়া  স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরে সুফিয়ার অবস্থার অবনতি হলে আবারও নিয়ে যাওয়া হয় এভারকেয়ারে। সেখানে ডা. এ কে এম খাইরুজ্জামান চৌধুরী কৃমির কথা বলে কিছু ওষুধ লিখে দেন। বাড়িতে এসে কৃমির ওষুধ খাওয়ানোর পর উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে ময়মনসিংহে ডা. ফখরুজ্জামান ও ডা. মো. শফিকুল ইসলামের কাছে যান।

তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে সুফিয়াকে দ্রুত ঢাকায় বারডেম হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। বারডেমে চিকিৎসার পর পুনরায় অস্ত্রোপচারের সময় ধরা পড়ে ডা. এ কে এম খাইরুজ্জামান চৌধুরী অস্ত্রোপচারের সময় সুফিয়ার রগ কেটে ফেলেন। এ বিষয়ে জানতে ডা. এ কে এম খাইরুজ্জামান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, তিনি এখনো অভিযোগের কপি পাননি। অভিযোগ পেলে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ