পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বরগুনার পাথরঘাটা কার্যালয়ের সম্পত্তি দখল করে গড়ে ওঠা পাঁচ-ছয়টি স্থায়ী কসাইখানা ভেঙে দিয়েছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। এ সময় কার্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে চামড়ার গুদাম উচ্ছেদ করা হয়।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার।
জানা যায়, পাথরঘাটা বিটিসিএলের সরকারি সম্পত্তি দখল করে শহরে প্রবেশের প্রধান সড়কের পাশে গড়ে ওঠা এসব কসাইখানার বর্জ্য আশপাশে ফেলা হতো। এ ছাড়া কার্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে মজুত করা হতো কাঁচাচামড়া।
বিটিসিএল কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, গায়ের জোরে কসাইরা এখানে চামড়া মজুত করতেন এবং জায়গা দখল করে ছিলেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, কয়েক দফায় তাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। এতে গুরুত্ব না দেওয়ায় ভেঙে দেওয়া হয়েছে।