হোম > অপরাধ

ভারতে পুলিশ হেফাজত থেকে টিকটক হৃদয় গ্রুপের পালানোর চেষ্টা, গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক

ঢাকা: বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। তাদের মধ্যে দুজন পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে পূর্ব বেঙ্গালুরু পুলিশের বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিসিপি) শ্রানাপ্পা এস ডি এনডিটিভিকে বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে পুলিশ তাদের নিয়ে ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে যায়। তখন দুজন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে ওই দুজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের কেরালা রাজ্যের একটি হোটেলে এক নারীকে নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারী এখন অন্য রাজ্যে আছেন। তাঁকে খোঁজা হচ্ছে। তাঁকে পেলেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে জবানবন্দি নেওয়া হবে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহও জানিয়েছেন, ভারতের কেরালায় বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার মূল হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন:

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন