Ajker Patrika
হোম > অপরাধ

পুলিশ কর্মকর্তা কাফীকে ডিবিতে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারের আবেদন স্বরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ কর্মকর্তা কাফীকে ডিবিতে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারের আবেদন স্বরাষ্ট্রে

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকজনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই ঘটনায় কাফীকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। 

আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. ওবায়দুর রহমান বলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে আটক করে ডিবিতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ডিবি পুলিশের একটি দল আব্দুল্লাহিল কাফীকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র–জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

এখনো তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন না করার বিষয়ে ডিএমপি ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ‘যেহেতু তিনি একজন সার্ভিস অফিসার, তাঁকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আবেদন করেছি।’

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ