Ajker Patrika
হোম > অপরাধ

বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের বরখাস্তকৃত ডিআইজি (প্রিজন) বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ 'র বিচারক ইকবাল হোসেন এ তারিখ ধার্য করেন।

গত ৮ ডিসেম্বর মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জবানবন্দির মধ্য দিয়ে মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে করোনাভাইরাসের কারণে এ মামলার বাদীর জেরা ও সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আবার নতুন তারিখ ধার্য করা হয়। আগামী তারিখে বাদীকে হাজির থাকতে বলা হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। গত বছর ২০ অক্টোবর সকালের দিকে বজলুর রশীদ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। জিজ্ঞাসাবাদে বজলুর রশীদের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মেলায় তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করা হয়।

কারাগারে বিভিন্ন কাজে ঘুষের কোটি কোটি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসতো বজলুর রশীদের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো এসব টাকা তুলেছেন তাঁর স্ত্রী রাজ্জাকুন নাহার।

এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক। পরে তাঁদের ডাকা হয়। আর জিজ্ঞাসাবাদের সত্যতা মেলায় বজলুর রশীদের বিরুদ্ধে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মামলা হয়। মামলায় তিন কোটি ১৪ লাখ টাকা অবৈধভাবে অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ