হোম > অপরাধ

বাড্ডায় ফার্নিচার কারখানা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফার্নিচারের কারখানার ভেতর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচারেরে মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকত। তবে ঘটনার পর থেকে স্বামী মিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাত ৮ থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন