অনলাইন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) উদ্বোধনের ফিতা কাটতেই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ! এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন মিলে ব্রিজটি উদ্বোধন করছেন। এক নারী উদ্বোধক ব্রিজ উদ্বোধনের লাল ফিতা কাটতেই ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়লেও এ ঘটনায় কেউ আহত হননি। কেননা, ব্রিজ ভেঙে পড়লেও উদ্বোধকেরা ঝুলে ছিলেন। তাঁরা মাটিতে পড়ে যাননি। তাঁদের সাহায্যে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন।
স্থানীয় খামা প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
টুইটারে এক ব্যক্তি মজা করে লিখেছেন, উদ্বোধনের ওই ফিতাটিই যেন ব্রিজকে ধরে রেখেছিল।