হোম > অপরাধ

আরও চার ই-কমার্স প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোভনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহক ঠকানোর অভিযোগে আরও চার ই-কমার্স কোম্পানির দায় ও সম্পদের তথ্য চেয়ে নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য (ডব্লিউটিও) শাখার অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের দায় ও সম্পদের তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চারটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থলে, দালাল প্লাস, আনন্দের বাজার ও অল-শপার নামের ওই চার কোম্পানিকে গত বৃহস্পতিবার ওই নোটিশ পাঠানো হয়। নোটিশে গ্রাহক ও মার্চেন্টদের কাছে ওই চার কোম্পানির দায়ের পরিমাণ এবং সেই দায় পরিশোধের জন্য কোম্পানির সম্পদের পরিমাণ ও পরিকল্পনা জানাতে চাওয়া হয়েছে। 

ওয়েবসাইট খুলে অবাস্তব ও লোভনীয় প্রস্তাবে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা, আলাদিনের প্রদীপসহ বেশ কয়েকটি কোম্পানি। সর্বশেষ যে চার কোম্পানিকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যবসার ধরনও ইভ্যালি, ই-অরেঞ্জের মতো। তদন্ত চলার মধ্যেই কিছু ই-কমার্স কোম্পানির উদ্যোক্তা গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন। অফিস বন্ধ থাকলেও অনেক কোম্পানি আবার অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

জানা গেছে, ওই চার কোম্পানির মধ্যে আনন্দের বাজারের প্রতিষ্ঠাতা আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি প্রতারণার মামলাও হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন