Ajker Patrika
হোম > অপরাধ

দিনাজপুরে বিল তুলে লাপাত্তা ঠিকাদার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরে বিল তুলে লাপাত্তা ঠিকাদার

দিনাজপুরের খানসামা উপজেলায় জনগণের দুর্ভোগ লাঘবে ২০১৮ সালে ইছামতী নদীতে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নদীর সাঁকোরপাড় এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয় ২০২০ সালে। শুধু সেতুর পাইলিংয়ের কাজ করেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্ধেক বিলও তুলে নিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।

প্রকল্পের নীতিমালা অনুযায়ী জানা যায়, ২০০০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের জন্য রংপুর বিভাগ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর অধীনে ৩ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৯৯৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু গত পাঁচ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।

গিয়ে দেখা গেছে, গোয়ালডিহি ও দুবলিয়া গ্রামের সেতুবন্ধন করবে এই সেতু। কিন্তু নির্মাণে অগ্রগতি না থাকায় ইউনিয়ন পরিষদ বিকল্প চলাচলে কাঠের সাঁকো নির্মাণ করেছে। অন্যদিকে সময়মতো সেতুর কাজ শেষ না হওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে ইছামতী নদীর দুই পারের প্রায় ৩৫-৪০ হাজার মানুষ। যাতায়াতসহ অন্যান্য কাজে বিশেষ করে বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হয়। এই নদীর তীরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের হয় চরম বিপদ।

আরও জানা যায়, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী উপজেলার গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোরপাড়ের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২০ সালের ২৭ জানুয়ারি নির্মাণকাজও শুরু করেন ঠিকাদার।

দুবুলিয়া এলাকার বাসিন্দা নবিউল ইসলাম বলেন, ‘কাজ শুরু করে তো ঠিকাদারের লোকজনের আর দেখা নাই, কবে যে কাজ শেষ হবে। অন্যদিকে শুনেছি অর্ধেক বিল তুলে নিয়েছেন ঠিকাদার।’

ইউপি সদস্য সফরি উদ্দিন বলেন, কাজ শুরু করেই অর্ধেক বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে কাজ থমকে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, এই অঞ্চলের মানুষের চলাচল স্বাভাবিক রাখতে সেতুর কাজ শুরু হওয়ায় আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু কাজ বন্ধ হওয়ায় সেটি হতাশায় পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) এফ এম খাইরুল ইসলাম বলেন, ‘অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া নির্দেশনা দিয়েছি। আশা করি, দ্রুত কাজ শুরু করবে।’ তবে অর্ধেক বিল উত্তোলনের বিষয়টি অস্বীকার করেন প্রকৌশলীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এহেতেশামুল হকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, বুকে লেখা ‘সরি জান, আই লাভ ইউ’

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা: আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্য রিমান্ডে

কল্পনা সুস্থ, হাসপাতালে দেখে এলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ

হত্যাকাণ্ড যেসব শর্তে গণহত্যা হয়

মেঘনায় বালু তোলা নিয়ে গোলাগুলি, নিহত ২

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ