সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিজপাট ইউনিয়নের পুকুরপাড় গ্রামের আবুল খায়ের (৪৮), দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের পরিমল দাশ (৫০), তাঁর ভাই ময়না দাস (৪০), পূর্ব গদ্দনা গ্রামের সাদেকুর রহমান (৩৫), দরবস্ত গ্রামের মো. আশিক আহমদ (৩৩) এবং জৈন্তাপুর ইউনিয়নের ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের আক্কাস মিয়া (৩৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, উপপরিদর্শক (এসআই) কাজী শাহেদ, পার্থ রঞ্জন চক্রবর্তী, শাহিদ মিয়া, মুহিবুর রহমান, মুস্তাফিজুর রহমান, আব্দুল হাকিম ও মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।