হোম > অপরাধ

অস্ট্রিয়ায় ওজন কমানোর নকল ওষুধ সেবনে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন

অস্ট্রিয়াতে ওজন কমানোর নকল ওষুধ সেবন করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েক জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
 
অস্ট্রিয়ার ফেডারেল অফিস ফর সেফটি ইন হেলথ কেয়ার (বিএএসজি) বলছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রক্তে নিম্ন মাত্রার শর্করা ও খিঁচুনিসহ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।বিএএসজি বলছে, ওষুধগুলো ছিল ওজেম্পিকের নকল। ওষুধগুলোতে ওজেম্পিকের
 
সক্রিয় উপাদান সেমাগ্লুটাইডের পরিবর্তে ‘নকল ইনসুলিন’ ছিল। এ ওষুধটি ওজন কমানোর দাওয়াই হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। 
 
অস্ট্রিয়ার অপরাধ–বিষয়ক গোয়েন্দা সংস্থা বিকে বলছে, ভুক্তভোগী ব্যক্তিরা অস্ট্রিয়ারই এক চিকিৎসকের কাছ থেকে নকল ওষুধের সিরিঞ্জগুলো সংগ্রহ করেছে। নকল এ ওষুধ এখনো বাজারে পাওয়া যাচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। নকল ইনজেকশনের রং আসলের তুলনায় গাঢ় নীল রঙের বলে উল্লেখ করেছে সংস্থাটি। 
 
চিকিৎসক ও রোগীদের যে কোনো ওষুধ যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে অস্ট্রিয়ার ফেডারেল অফিস ফর সেফটি ইন হেলথ কেয়ার। সংস্থাটি বলেছে, ওজন কমানোর ওষুধ হিসেবে ওজেম্পিকের ব্যবহার দিনদিন বেড়ে চলেছে। এই উদ্দেশ্যে ব্যবহারের জন্য ওষুধের অনুমতি নেই।
 
অস্ট্রিয়ার পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় জনসাধারণকে ‘সন্দেহজনক উৎস’ থেকে এ তথাকথিত ওজন কমানোর ইনজেকশন সংগ্রহ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। 
 
ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ইএমএ) সম্প্রতি ওজেম্পিকের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। ডায়াবেটিসের রোগীদেরও প্রয়োজনীয় ওষুধ পেতে বেগ পেতে হচ্ছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ