হোম > অপরাধ

৪ মাসে ১৭৬ শিশুহত্যা, রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৪১ জনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ১৭৬টি শিশুকে হত্যা করা হয়েছে। তবে এসব ঘটনায় থানায় মামলা হয়েছে মাত্র ৮০টি। হত্যার শিকার শিশুদের মধ্যে ৩৭টির বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। আর ৪৭টির বয়স ৬ বছরেরও কম। এ সময় সহিংসতার শিকার হয়েছে ৩৬৬টি শিশু। 

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নারী শিশু নির্যাতন, সীমান্ত সংঘাত, রাজনৈতিক সংঘাত, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন পরিস্থিতি তুলে ধরা হয়েছে। 

৯টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ ও আসক-এর নিজস্ব সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এ বছর জানুয়ারি থেকে এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় ৪১ জন প্রাণ হারিয়েছেন। আর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৭৪ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আটজনের মৃত্যু হয়েছে, আর সীমান্তে সংঘাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চারজন। 

আসক বলছে, জানুয়ারি থেকে এপ্রিলে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ১৪০ জন নারী। এর মধ্যে ৬০ জন স্বামীর হাতে খুন হয়েছেন। প্রথম চার মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৩১৭ জন নারী। ১৮ জনের ধর্ষণের পর মৃত্যু হয়েছে, আর ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন