Ajker Patrika
হোম > অপরাধ > এশিয়া

থাইল্যান্ডে সায়ানাইড দিয়ে ১২ জনকে হত্যা, নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে সায়ানাইড দিয়ে ১২ জনকে হত্যা, নারী গ্রেপ্তার

সায়ানাইড প্রয়োগে ১২ জন বন্ধু ও পরিচিতদের হত্যার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) ব্যাংকক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর নাম সারারাত রংসিউথাপর্ন।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রংসিউথাপর্নের এক বন্ধুর রহস্যজনক মৃত্যু হয়। ওই মৃত্যুর তদন্ত করতে গিয়ে ভয়ংকর ঘটনা সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে রংসিউথাপর্নকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্প্রতি রংসিউথাপর্নের সঙ্গে বেড়াতে যান হত্যার শিকার তাঁর এক বন্ধু। বন্ধুর পরিবারের সন্দেহ হলে পুলিশ তদন্তে নামে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, তাদের ধারণা ওই নারী আরও ১১ জনকে হত্যা করেছে। এর মধ্যে তাঁর একজন প্রাক্তন প্রেমিকও আছে। আর্থিক কারণে তাদের হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রংসিউথাপর্ন।

দুই সপ্তাহ আগে বন্ধুর সঙ্গে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে গিয়েছিলেন ওই নারী। সেখানে একটি নদীর তীরে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর কিছুক্ষণ পরে রংসিউথাপর্নের বন্ধু সিরিপর্ন খানওং নদীর তীরে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। পরে ময়নাতদন্তে শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। পুলিশ জানায় মরদেহটি উদ্ধারের সময় সঙ্গে থাকা ফোন, নগদ অর্থ ও ব্যাগ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ২০২০ সাল থেকে এমন হত্যাকাণ্ড শুরু করেন রংসিউথাপর্ন। তবে নিহত সবার পরিচয় এখনো জানা যায়নি। রংসিউথাপর্ন ভুক্তভোগী সবাইকে চিনত এবং আর্থিক কারণে তাদের হত্যা করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, বিষাক্ত সায়ানাইড শরীরে প্রবেশ করলে অক্সিজেন সংকট দেখা দেয় এবং হার্ট অ্যাটাক হতে পারে। এর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি হওয়া।

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই