Ajker Patrika
হোম > অপরাধ > এশিয়া

মহিষ চুরির মামলায় ৫৮ বছর পর ভিনরাজ্য থেকে বৃদ্ধ গ্রেপ্তার

মহিষ চুরির মামলায় ৫৮ বছর পর ভিনরাজ্য থেকে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে ১৯৬৫ সালে দুটি মহিষ ও একটি বাছুর চুরির অভিযোগে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুসারে, মহিষ চুরিতে অভিযুক্ত গণপতি ভিত্তাল ওয়াগোরকে ৫৮ বছর আগে সহযোগী কৃষ্ণ চন্দরসহ প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ২০ বছর।

পুলিশ বলছে, জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে অভিযুক্ত কৃষ্ণ ২০০৬ সালে মারা গেছেন। 

গত সপ্তাহে গণপতিকে আবার গ্রেপ্তারের পর আদালত বয়স বিবেচনায় জামিন দিয়েছে। 

এ মামলা বহু বছর আগেই ফাইল চাপা পড়ে ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে পুলিশ অসম্পূর্ণ তদন্তের পুরোনো সব ফাইল বের করে তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিলে গণপতির মামলাটি উঠে আসে। পুলিশ তখন অভিযুক্তকে খুঁজে বের করার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়।

ভারতের কর্ণাটক রাজ্যের বিদার জেলায় এ চুরির ঘটনা ঘটেছিল। দুবারই গণপতিকে পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্রের গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলে, গণপতি ও অপর অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণ চন্দর ১৯৬৫ সালে পশুগুলো চুরি করার কথা স্বীকার করেন। তাঁদের স্থানীয় আদালতে হাজির করা হলে, আদালত তাঁদের শর্তসাপেক্ষে জামিন দেন।

তবে, মুক্তির পর তাঁরা হাজিরা দেওয়া বন্ধ করে দেন। বিদার থেকে পুলিশ কর্ণাটক ও মহারাষ্ট্রের গ্রামে গ্রামে তাঁদের খোঁজে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা মহারাষ্ট্রে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। 

গত মাসে এ মামলা নিয়ে আবার তদন্ত শুরু হয়। বিদার জেলার পুলিশ প্রধান চেন্নাবাসাভান্না লাঙ্গোটি বলেন, ‘আমার সহকর্মীরা তাঁর গ্রামে খোঁজ নেওয়া শুরু করেন। সেখানে এক নারী জানান, গণপতি বেঁচে আছেন।’ ওই নারী তাঁদের মহারাষ্ট্রের থাকালাগাঁও নামের এক গ্রামের কথা বলেন। 

পুলিশ সে গ্রামে গিয়ে খোঁজ নিলে গ্রামের বাসিন্দারা জানায়, স্থানীয় মন্দিরে গণপতি নামের এক ব্যক্তি থাকেন। মন্দিরে গিয়েই পাওয়া যায় তাঁকে।

পুলিশের কাছে ধরা দিয়ে গণপতি বলেন, ‘তিনি আদালতে যেতে খুব ভয় পেয়েছিলেন।’ পরে তাঁকে কর্ণাটকে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হলে আদালত জামিন দেন।

জাপানে ৭ ডলার আত্মসাতের দায়ে ৮৪ হাজার ডলার পেনশন হারালেন বাসচালক

মালয়েশিয়ায় ২২ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ১৬৫ জন

উ. কোরিয়ায় শক্তির নতুন বলয় গড়ে তুলছেন কিম জং-উনের ডানহাত চো

চীনে চালু হচ্ছে আরেক বিস্ময়—বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

ইউনেসকো গ্লোবাল জিওপার্কের স্বীকৃতি পেল উত্তর কোরিয়ার পবিত্র পর্বত

তীব্র তাপপ্রবাহে এখনই বেহাল ভারত ও পাকিস্তান—এবার কী যে হবে

জনসংখ্যা হ্রাসে নতুন রেকর্ড গড়ল জাপান

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষেধ

পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপিত হয় যেসব দেশে

যেভাবে নববর্ষ উদ্‌যাপন করলেন থাইল্যান্ডের মানুষ