হোম > অপরাধ > এশিয়া

বিয়ের আসরে কনে–শাশুড়িসহ ৪ জনকে হত্যা করে বরের আত্মহত্যা

থাইল্যান্ডে বিয়ের অনুষ্ঠানের দিন কনে, শাশুড়ি, কনের বোন ও এক অতিথিকে গুলি করে হত্যা করেছেন বর চাতুরঙ সুকসুক (২৯)। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। চাতুরঙ সুকসুক একজন প্যারা-অ্যাথলেট ও সাবেক সৈনিক।

গত শনিবার থাইল্যান্ডের উত্তর–পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার চাতুরঙ সুকসুক (২৯) ও কাঞ্চনা পাচুনথুয়েকের (৪৪) বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান থেকে হঠাৎ বেরিয়ে বন্দুক নিয়ে আসেন চাতুরঙ। এরপর গুলি করে কনে কাঞ্চনা, কনের ৬২ বছর বয়সী মা,৩৮ বছর বয়সী বোন ও এক অতিথিকে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনায় বিয়ের অনুষ্ঠানে আগত এক অতিথি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

কী কারণে এ হত্যাকাণ্ড সেটি স্পষ্ট নয়। গত বছর তিনি বৈধভাবে অস্ত্র কিনেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্ধৃত করে থাই সংবাদমাধ্যমগুলো জানায়, বিয়ের অনুষ্ঠান চলাকালেই এই দম্পতির মধ্যে কথা-কাটাকাটি। অতিথিরা বলেন, চাতুরঙ তাঁর এবং কাঞ্চনার মধ্যে বয়সের ব্যবধান নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন।

পুলিশ বলছে, তাঁরা প্রমাণ সংগ্রহ করছে এবং শিগগিরই তথ্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।

থাই সংবাদমাধ্যম অনুসারে, বিয়ের আগে চাতুরঙ ও কাঞ্চনা তিন বছর একসঙ্গে ছিলেন।

গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান প্যারা গেমসে সাঁতারে রৌপ্য পদক জেতেন চাতুরঙ। থাইল্যান্ডের আধাসামরিক পদাতিক বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকালে তিনি ডান পা হারান। এ বাহিনী থাইল্যান্ডের সীমান্ত পাহারা দিয়ে থাকে।

থাইল্যান্ডে গণহত্যার ঘটনা বিরল হলেও বন্দুক রাখার ঘটনা বেশ সাধারণ। গত মাসে ব্যাংককের একটি বিলাসবহুল শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন। গত অক্টোবরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলায় ৩৭ শিশুকে হত্যা করেন এক সাবেক পুলিশ কর্মকর্তা।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই