হোম > অপরাধ > এশিয়া

চার বিয়ে ও ৫ শিশুসন্তানকে হত্যা, থাইল্যান্ডে গ্রেপ্তার বাবা

থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।

সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই সন্তানদের হত্যা করেছেন।

দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।

চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।

১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে। 

সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী। 

পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই