বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য ঘেরের নৈশপ্রহরীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে ৯০ একর জমির ঘেরে মাছ চাষ করে আসছেন ডাক্তার নুর মোহাম্মাদ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। ওই মাছের ঘেরে নৈশপ্রহরীর কাজ করেন পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার মুন্সীরতালুক গ্রামের মোতাহার মল্লিক।
মোতাহার মল্লিক বলেন, ‘গতকাল শনিবার রাতে মাছের ঘেরে খাবার দিয়ে ঘেরের পশ্চিম পাশে কালভার্টের কাছে এলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমার গায়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।’
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তিনি হামলার শিকার হয়েছে তা ধারণা করতে পারছেন না মোতাহার।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মৎস্য ঘেরের নৈশপ্রহরীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।