Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

আগৈলঝাড়ায় মাদক কারবারির কামড়ে এসআই আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় মাদক কারবারির কামড়ে এসআই আহত

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক বিক্রেতার কামড়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় আজ বুধবার সকালে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন আরেক এসআই নুর আলম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে থানার এসআই নুর আলম ও উপপরিদর্শক আলী হোসেন উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামে যান। খবর পাওয়া যায়, ওই গ্রামের সাবেক পুলিশ সদস্য আজিজুল মোল্লার ছেলে তাইমুন মোল্লা (২১) একজন মাদক কারবারি। তাইমুনকে গ্রেপ্তার করতে গেলে উপপরিদর্শক আলী হোসেনকে কামড়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আরেক এসআই নুর আলম তাকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এসআই নুর আলম বাদী হয়ে আজ সকালে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

নেছারাবাদে সরকারি মালামাল দিয়ে নিজ বাড়ির সামনে লোহার সেতু নির্মাণ

হিজলায় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত