Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে ভয়েস অব আমেরিকার প্রতিনিধির মায়ের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ভয়েস অব আমেরিকার প্রতিনিধির মায়ের মরদেহ উদ্ধার

পিরোজপুরে নিজ বাসা থেকে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, রাতের কোনো একসময় শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে আমির খসরুর মা সিতারা হালিমের মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

সিতারা হালিম (৭৪) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মৃত আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী। 

সিতারা হালিমের মেয়ে সালমা আরজু জানান, তাঁদের নিজেদের বাসভবনের দ্বিতীয় তলায় মা একা থাকতেন। গতকাল রোববার রাতে সর্বশেষ মায়ের সঙ্গে তাঁর কথা হয়। আজ সকালে বাসায় রং করার জন্য আবদুল কুদ্দুস নামের একজন রং মিস্ত্রি গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিচতলার ভাড়াটের কাছে বিষয়টি জানান। অনেক সময় পরও দরজা না খুললে ভাড়াটে ও রং মিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে গেলে তাঁরা দেখতে পান দরজাটি খোলা। তখন বাসায় ঢুকে দেখেন সিতারা হালিম মেঝেতে পড়ে আছেন।

নিচতলার ভাড়াটে বিষয়টি সালমা আরজুকে ফোনে জানান। তিনি ও তাঁর স্বামী দ্রুত বাসায় এসে দেখতে পান ঘরের মেঝেতে মা পড়ে আছেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন। ঘরের আলমারি ভাঙা এবং আসবাব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাঁরা তখন পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার বলেন, ‘মৃত অবস্থায় সিতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর গলায় চিকন কোনো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।’ 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ সিতারা হালিমের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রাতের কোনো একসময় তাঁকে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।’

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক