হোম > অপরাধ > বরিশাল

যুবলীগ নেতার পায়ের রগ কাটার ঘটনায় ছাত্রলীগের ৯ নেতা–কর্মীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখের পায়ের রগ ও হাতের দুটি আঙুল কাটার ঘটনায় ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। 

আজ বুধবার সকালে ওই যুবলীগ নেতার মা মমতাজ বেগম বাদী হয়ে ছেলেকে কোপানোর ভিডিও ফুটেজ দেখিয়ে জেলা ও উপজেলা ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন। 

মামলার আসামিরা হলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মো. নাঈম খান (২৬), জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি মো. কাইউম কাজী (২৪), সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শামীম (২৫), সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বী হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন (২০), ইন্দুরকানী কলেজ ছাত্রলীগ নেতা শাকিব (২৩), ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম (৩৫), সাবেক জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মিল্লাত ও জেলা ছাত্রলীগ নেতা সাজু। 

মামুনকে গত রোববার (২৮ জানুয়ারি) ছাত্রলীগকর্মীরা কুপিয়ে রগ কেটে গুরুতর আহত করে বলে অভিযোগ তাঁর মায়ের। 

মামুন শেখ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পিরোজপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পালপাড়া এলাকার শাহ আলম শেখের ছেলে। 

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে যারা কুপিয়ে আহত করেছে তারা যদি ছাত্রলীগের কর্মী হয়, তাদের বিষয়ে জেলা ছাত্রলীগ দায়িত্ব নেবে না। তারা আইনের আওতায় আসবে। তবে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয়। 

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকাদার বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর মা বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামুন শেখের মায়ের দেওয়া ভিডিও ফুটেজ দেখে মামলার আসামি করা হয়েছে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন