হোম > অপরাধ > বরিশাল

যুবককে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে কবির হাওলাদার (৩৮) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি পুকুরপাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। দক্ষিণ ফয়রা গ্রামের একটি পুকুরপাড়ে তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বড় ভাই রেসতম আলী হাওলাদারের অভিযোগ, তাঁর ছোট ভাই কবিরকে শ্বাসরোধে হত্যার পরে মরদেহ পুকুরপাড়ে ফেলে রাখা হয়। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম