Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, বিদ্যালয়ে ঢুকে স্কুলশিক্ষার্থীকে মারধরের অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, বিদ্যালয়ে ঢুকে স্কুলশিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রনি মোল্লা (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয়ে ঢুকে স্কুলশিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার অভিযুক্তের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করা হয়। 

অভিযুক্ত রনি মোল্লা রাংতা গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে ও সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিক্ষার্থী বলে, আমি নবম শ্রেণির শিক্ষার্থী। বখাটে রনি মোল্লা গত ছয় মাস যাবৎ আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দাঁড়িয়ে থেকে কথা বলার চেষ্টা করতেন তিনি। তাঁর কথা না শোনায় আমার পথ আটকে অশালীন ভাষা ও খারাপ আচরণ করতেন। এমনকি হুমকি-ধমকি দিয়ে বলতের প্রেমে রাজি না হলে তুলে নিয়ে যাবেন। কিন্তু মানসম্মান ও লোকলজ্জার ভয়ে আমি কাউকে কিছু বলার সাহস পাইনি। 

ভুক্তভোগী আরও বলে, গতকাল বুধবার বিদ্যালয়ের দোতলায় নিজের শ্রেণিকক্ষের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রনি সেখানে এসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাঁর সঙ্গে কথা বলতে অসম্মতি জানালে আমাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় আমার ডাকচিৎকারে অন্য ছাত্রছাত্রীরা এগিয়ে এলে রনি পালিয়ে যান। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, এ ঘটনা বিচার-বিবেচনা না করেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 
 
ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আজ দুপুরে বিষয়টি নিয়ে বিদ্যালয়ে বসা হয়েছিল। সালিস-বৈঠকে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। স্কুলশিক্ষার্থীর বাবা স্থানীয় পর্যায়ে আপস মীমাংসায় রাজি হওয়ায় স্থানীয় লোকজন ও ম্যানেজিং কমিটির সদস্যরা ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় সে জন্য অভিযুক্ত রনি মোল্লাকে শাসন করে তাঁর ও অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়েছে।’ 

উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, সর্বসম্মতিক্রমে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যা স্কুলশিক্ষার্থীর পরিবারকে দেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্ত রনি মোল্লা ও তাঁর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। 

ভাইস চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ে যেন কোনো বহিরাগত ছেলে ঢুকতে না পারে সে জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক