সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার বরিশালের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহবাদ জাহাগীরিয়া শাহ সুফি দরবার শরিফে, সাতকানিয়ার মির্জাখালী দরবার শরিফে ও আহমাদিয়া জামাত অনুসারীরা এই ঈদ উদ্যাপন করছেন। তাঁরা পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে এর সঙ্গে মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।
আজ সকাল ৯টায় নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠি হাজিবাড়ি শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, এ ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাঁজকাঠিসহ আশপাশের প্রায় ৫ শতাধিক পরিবার ঈদ পালন করছে।
নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তাঁদের ওয়ার্ডে ঈদ পালন করছে প্রায় ১ হাজার পরিবার।
আজ নগরের ৭টিসহ বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।