হোম > অপরাধ > বরিশাল

ভোলায় ঘুমন্ত স্বামীকে হত্যা, জেল হাজতে স্ত্রী ও প্রেমিক

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে ঘুমন্ত স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। প্রেমিকের সহায়তায় স্বামীর অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শারমিন বেগম (২৭) ও তাঁর প্রেমিক মো. লিটনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ রোববার আসামিদের জবানবন্দি নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ ঘটনায় গতকাল শনিবার নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৩২)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩ নম্বর ওয়ার্ডের চর শাওন এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত প্রেমিক সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন এলাকার আবুল কাশেমের ছেলে লিটন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী শারমিন বেগম গত ২৪ জুন (শুক্রবার) রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় গভীর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রী ও তাঁর প্রেমিক লিটন মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে হত্যা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসি আরও জানান, স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় আজ রোববার সকালে স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন