Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

নারীর আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি, কারাগারে এসআই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারীর আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি, কারাগারে এসআই

নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোতোয়ালি মডেল থানার এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত এসআই মেহেদি হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মেহেদীর চাঁদাবাজি ধরতে ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদি নগরীর স্ব-রোড বাকলার মোড় সংলগ্ন মন্টু ঘোষের বাসার তিন তলায় ভাড়ায় থাকেন। ওই নারীর আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় এসআই মেহেদীর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ওই নারী মঙ্গলবার মামলা করেন। মামলার আগে ওই নারীর অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা ফাঁদ পাতেন। মেহেদিকে একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই টাকা উত্তোলন করতে গেলে হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরাফাত হাসান বলেন, এক নারীর দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মেহেদীদে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর পর্যটকদের গাড়ি আটকে ঘুষ বাণিজ্যের দায়ে বরখাস্ত হন এসআই মেহেদী হাসান। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বরিশালের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা বলেন, ‘এসআই মেহেদি হাসানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক