হোম > অপরাধ > বরিশাল

দুমকিতে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ডিবি পুলিশের পোশাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের খলিলুর রহমান (৪৫), পটুয়াখালী সদরের কালিকাপুর এলাকার রিপন হাওলাদার (৩৩) ও মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের রুবেল বিশ্বাস (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে দুমকি পুলিশের তিন সদস্যের একটি টহল দল চেকপোস্টে একটি সাদা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৩-৯০৬৬) গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসের লোকজন নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তাতে সন্দেহ হলে টহল পুলিশের সদস্যরা তাঁদের গাড়ি থেকে নামতে বলেন। এরপর তল্লাশি চালিয়ে একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।

একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড় দিলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেলে। তবে অন্য তিনজন পালিয়ে যায়। এ সময় আলমগীর নামের পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ডাকাতদের কাছ থেকে ৪ লাখ ৬১ হাজার টাকা, ডিবি পুলিশের দুটি পোশাক, একটি ওয়াকিটকি ও ঢাকা মেট্রো চ-১৩-৯০৬৬ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, আটক তিনজন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম