হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় ৬ লাখ পর্যটক আগমনের আশা ব্যবসায়ীদের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রসৈকতে নতুন করে সাজানো হয়েছে ছাতা-বেঞ্চ। ছবি: আজকের পত্রিকা

একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্রসৈকত। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এখানে কমপক্ষে ৬ লাখ পর্যটক আগমনের আশা করছেন হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ঈদের ছুটিতেই পর্যটকদের ভিড়ে মুখর থাকে কুয়াকাটা। এবারও এর ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

পর্যটকদের বরণ করে নিয়ে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং করা ও ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল-মোটেল। এ ছাড়া সৈকতের ছাতা-বেঞ্চও নতুন করে সাজানো হচ্ছে। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা ব্যস্ত সময় পার করছেন।

কুয়াকাটা সমুদ্রসৈকতে আগত পর্যটকদের জন্য সংস্কার করা হচ্ছে দোকানঘর। ছবি: আজকের পত্রিকা

কুয়াকাটার হোটেল পায়রার স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বলেন, ‘রোজায় পুরো এক মাস পর্যটক না থাকায় হোটেল পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। আশা করছি ঈদে পর্যটক আসলে আবার সে ক্ষতি পুষিয়ে নিতে পারব।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বিগত বছরের কথা মাথায় রেখে এবার পর্যটক বরণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কুয়াকাটার সব হোটেল-মোটেল। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৬ লাখ পর্যটকের আগমন ঘটার সম্ভাবনা আছে।’

এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকেরা এখানে এসে যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ভুক্তভোগীর বাবা–মাকে মারধর

ছয় মাসের সাজা এড়াতে ১০ বছর পলায়ন, অতঃপর...

অভিযান নেই, জাটকা নিধন

আমতলীতে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাদল খান গ্রেপ্তার

ভোলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: চিকিৎসককে মারধর