বরিশালে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, ২০২০ সালের ২৯ জুলাই দুপুরে আসামির স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে তিনি নিজের মেয়েকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। তখন মেয়ের কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেলে মা তাঁর স্বামীকে বাধা দেন। তখন তিনি স্ত্রীকে মারধর করেন। পরে দুই মেয়েসহ স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় ২০২০ সালের ১ আগস্ট স্ত্রী বাদী হয়ে কাউনিয়া থানায় ধর্ষণ মামলা করেন।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ২০২১ সালের ১৫ জুলাই আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী হুমায়ন কবির।