হোম > অপরাধ > বরিশাল

ছাত্রলীগ নেতাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ জেলা ছাত্রলীগের নেতা অনিরুজ্জামান অনিককে আটক করে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান। 

অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে। 

আহত ছাত্রলীগ নেতা রায়হান আহমেদকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রায়হান আহমেদে জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসে কাজ শেষে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে জানতে চান, তাঁর (অনিকের) খোঁজখবর নেন না কেন? এরপর নানা কথা বলতে বলতে হঠাৎ মারতে শুরু করেন। অনিকের সঙ্গে আসা লোকজনও তাঁকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিসে থেকে বের হলে জেলা অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে। অনিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন