ঝালকাঠির রাজাপুরে খলিলুর রহমানের পালিত কুকুরকে হত্যার অভিযোগে নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে ভাতকাঠি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকেরা হলেন—সেলিনা বেগম (৩০) ও স্বপন (৩৫)। তাঁরা ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, খলিলুর রহমানের পালিত কুকুরটি সেলিনা বেগমের ছাগলকে কামড় দেয়। এর জেরে কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন সেলিনা ও স্বপন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, গৃহপালিত কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি ফেসবুকে ভাইরায় হওয়ায় জড়িত দুজনকে আটক করা হলে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেন। ভুলের জন্য ক্ষমা চাইলে মুচলেকা দিয়ে তাদের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
এদিকে কুকুরের মালিকও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বন্যপ্রাণী রক্ষায় সকলকে সচেতন ও মানবিক হওয়ারও আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।