Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

লালমোহনে খুঁটিতে বেঁধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, আটক ১ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহনে খুঁটিতে বেঁধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, আটক ১ 

ভোলার লালমোহনে মন্দিরের খুঁটির সঙ্গে বেঁধে মানসিক প্রতিবন্ধী যুবক জয়কে নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে ভিডিও দেখে বৃহস্পতিবার রাতে সেই প্রতিবন্ধী জয়কে উদ্ধার করেছে পুলিশ। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে দেওয়া হয়েছে চিকিৎসা। 
 
পরে এ ঘটনায় মারধর করার অভিযোগে তাপস চন্দ্র মৃধাকে (৩০) নির্যাতনের আলামতসহ আটক করে লালমোহন থানার পুলিশ। 

নির্যাতনের শিকার জয়ের বাবা শ্যামল মিস্ত্রি আজকের পত্রিকাকে জানান, প্রতিবেশী তাপসের বাড়িতে তাঁর আত্মীয় বেড়াতে এলে তাঁকে থাপ্পড় মারে জয়। এতে ক্ষিপ্ত হয়ে তাপস ও অসীম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর ছেলেকে মন্দিরের খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটাতে থাকেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে সেদিন বিকেলে বাড়ি আসেন। নির্যাতনকারীদের ভয়ে তিনি তাঁর প্রতিবন্ধী ছেলেকে বাড়ি থেকে নিয়ে চিকিৎসাও করাতে পারেননি। ফেসবুকে ভিডিও দেওয়ার কারণে পুলিশ খবর পেয়ে হাসপাতালে নিয়ে যায় জয়কে। 

শ্যামল মিস্ত্রি আরও জানান, তিন সন্তানের মধ্যে বড় জয়। সে ১০ বছর বয়স থেকেই মানসিক প্রতিবন্ধী। তাকে মানসিক চিকিৎসার জন্য পাবনাসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে। তবু জয়ের কোনো উন্নতি হয়নি। 

স্থানীয় বাসিন্দা জোটন বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, শ্যামল মিস্ত্রি পেশায় একজন সেলুন ব্যবসায়ী। উপজেলার পাঙ্গাসিয়া বাজারে তাঁর সেলুন আছে। জয়কে এর আগেও তাপসরা বেশ কয়েকবার এ রকম মেরেছে। তবে এবারের ঘটনা বেশ অমানবিক হওয়ায় ভিডিও করে কেউ একজন এটি ভাইরাল করে দেয়। মারধরের সময় তাপসের ওই আত্মীয়ও সেখানে ছিল। 

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান বলেন, ভিডিওটি দেখে ওই এলাকায় গিয়ে নির্যাতনের শিকার যুবককে উদ্ধার করা হয়েছে। মারধর করা তাপসকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। শেষ হলে মূল ঘটনা জানা যাবে। 

প্রসঙ্গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কর্তারহাট বাজার এলাকায় রাঁধা গোবিন্দ মন্দিরের খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে দুজন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারছে। এ সময় যুবককে আর্তচিৎকার করতে শোনা যায়।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক