হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় মামুন হাওলাদার (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা নিশ্চিত করে তাঁর মরদেহ পাশের রাস্তার একটি কালভার্টের কাছে এবং তাঁর বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচের ডোবায় ফেলে দেয়। এ সময় মোটরসাইকেল চালককে মারধর করে দুর্বৃত্তরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার পাশের সড়কের কালভার্টের কাছে এই ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের সাবেক ইউপি সদস্য মিহাজ উদ্দিন হাওলাদারের ছেলে এবং তিন সন্তানের জনক। এ ছাড়া তিনি পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক সজল জোমাদ্দার ভিটাবাড়িয়া গ্রামের শহীদুল জোমাদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মামুন সকালের নাশতা সেরে বাড়ি থেকে বের হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে শিয়ালকাঠি নিজ ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য বের হন। কাপালীরহাট-মহসীনের চৌরাস্তা সড়ক দিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া দাখিল মাদ্রাসার ২০০ গজ দূরে সড়কের একটি কালভার্টের কাছে সংঘবদ্ধ ৪ / ৫ জনের একদল দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে ইউপি সদস্যের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম পা বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। 

এরপর দুর্বৃত্তরা তাঁর বিচ্ছিন্ন বাম পা কালভার্টের নিচে ফেলে দেয় এবং মরদেহ সড়কে ফেলে পালিয়ে যায়। এ সময় নিহত ইউপি সদস্যের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সজল জোমাদ্দারকেও মারধর করে আহত করে। 
 
গ্রামবাসী সড়কের ওপর ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ ও মোটরসাইকেল চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। দুপুরে ভান্ডারিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মরদেহ ও কালভার্টের নিচের ডোবা থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করে। 

নিহত ইউপি সদস্যের বড় ভাই আব্দুল খালেক হাওলাদার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভাই হত্যার দ্রুত বিচার চাই।’ 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের খুঁজে দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

মাটির খেলনা-তৈজসপত্র নিয়ে প্রস্তুত বাউফলের মৃৎশিল্পীরা

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ভুক্তভোগীর বাবা–মাকে মারধর

ছয় মাসের সাজা এড়াতে ১০ বছর পলায়ন, অতঃপর...

অভিযান নেই, জাটকা নিধন

আমতলীতে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাদল খান গ্রেপ্তার

ভোলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: চিকিৎসককে মারধর