Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

ভোলায় বৃদ্ধকে হত্যার দায়ে এক নারী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলায় বৃদ্ধকে হত্যার দায়ে এক নারী গ্রেপ্তার

ভোলার রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে রুহুল আমিন (৪৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগে জরিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন সর্দারের সঙ্গে তাঁর আত্মীয় কাসেম গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সালিস বৈঠকও হয়। বিরোধীয় ওই জমিতে গতকাল বিকেলে ধান কাটতে যান রুহুল আমিন। এতে প্রতিপক্ষ কাসেম তাঁকে বাধা দেন। এ নিয়ে কাসেমদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে রুহুল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি। 

স্থানীয় সেফালি বেগম বলেন, গতকাল সকালে আমাদের ভোগদখলীয় জমিতে ধান কাটার জন্য ৮ জন কৃষক কাজ করছিল। তাঁদের জন্য দুপুর ১২টার দিকে ভাত নিয়ে বিলের উদ্দেশ্যে যাই। এলাকার চান্দু ফকিরের বাড়ির কাছে গেলে কাসেম চৌকিদার ও তাঁর দুই ছেলে হঠাৎ করেই রুহুল আমিনকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। পরে তাঁকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুহুল আমিনের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। কাসেম চৌকিদারকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী জরিনা বেগম ও দুই ছেলেকে আসামি করা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি জরিনা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। 

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক