Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

বরিশালে স্ত্রী হত্যার অপরাধে একজনের মৃত্যুদণ্ড 

বরিশাল প্রতিনিধি

বরিশালে স্ত্রী হত্যার অপরাধে একজনের মৃত্যুদণ্ড 

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অপরাধে সাইদুল ইসলাম মৃধা নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মামলা সূত্রে জানা গেছে, ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে হত্যা করায় সাইদুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাইদুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে। রায় ঘোষণার পরপরই পুলিশ সাইদুল ইসলামকে কারাগারে নিয়ে যায়। 

বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, আগৈলঝাড়ার পাশের উপজেলা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়ে আয়েশা আক্তারকে বিয়ে করেন সাইদুল ইসলাম। বিয়ের পর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে তাঁদের সংসারে পারিবারিক অশান্তি ছিল। ২০১৬ সালের ৫ অক্টোবর ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়েশা আক্তারকে খাওয়ানো হলে তিনি মারা যান। পরে আয়েশা বিষপানে আত্মহত্যা করেছে প্রচার করে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালান সাইদুল ইসলাম।

এ ঘটনায় আয়েশার বাবা কাজী ফজলু আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার অভিযোগপত্র দেয়। আদালতে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আয়েশার স্বামী সাইদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ