ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরনবীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বোরহানউদ্দিন থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার সকালে ঢাকার সদরঘাট এলাকা থেকে নুরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, খিলগাঁও থানার মাদক মামলায় ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক তাঁকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করছিলেন। গতকাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বোরহানউদ্দিন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।