Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

পিরোজপুরে সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস ও কয়েক শ মোটরসাইকেল নিয়ে জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শোডাউন করেছেন বলে অভিযোগ ওঠে। শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। 

মো. ফাইজুর রশিদ খসরু লিখিত অভিযোগে জানান, শনিবার বিকেলে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস ও কয়েক শ মোটরসাইকেল নিয়ে মহড়াসহ ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন। এ সময় তাঁর দলের নেতা-কর্মীরা জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিমের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় পৌর এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্জুর গাড়িবহরের সামনে থাকা শত শত মোটরসাইকেল থেকে সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে। জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই। 

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা জানান, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের অংশ নেওয়ার সুযোগ নেই। ভান্ডারিয়ার ঘটনার একটি ভিডিও তিনি পেয়েছেন এবং এ বিষয়ে তাঁরা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। 

অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। 

এ বিষয়ে জানার জন্য পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক