হোম > অপরাধ > বরিশাল

বাবুগঞ্জে চুরি যাওয়া বাড়িতে ২ নারীর লাশ, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনার পর দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি চুরির আড়ালে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে পুলিশ।

গতকাল বুধবার রাতে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের দেলোয়ার হোসেন খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান। 

নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি মাহাবুবুর আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল লোক ওই বাড়িতে ঢুকে ‘সবাইকে অচেতন করে’। পরে নারীদের কানে ও গলায় থাকা স্বর্ণের দুল, চেইন ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার আঁচ পেয়ে প্রতিবেশীরা চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে তিন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে অচেতন অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিল। আর একজন অসুস্থ। তবে কী কারণে দুজনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।’

মৃতরা হলেন—মো. মকবুল হোসেনের স্ত্রী মোসা. লালমুন নেছা (১০০) ও তাঁর নাতিবৌ মোসা. রিপা (২৩)। হাসপাতালে ভর্তি আছেন লালমুন নেছার পুত্রবধূ মোসা. মিনারা বেগম (৫০)।

ওসি মাহাবুবুর বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম