হোম > অপরাধ > বরিশাল

বাউফলে ২ স্কুলছাত্রকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পটুয়াখালীর বাউফলে দুই স্কুলছাত্রকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

নিহত দুই স্কুলছাত্রের স্বজন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা মাথায় কালো ফিতা বেঁধে কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। 

মানববন্ধনে অংশ নেওয়া নিহত নাফিজের বোন মার্জিয়া আক্তার বলেন, ‘আমার বাচ্চা তার মামাকে খোঁজে। কি জবাব দেব? এই কি শিক্ষার পরিণতি। ওরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। এরকম আর কত সন্তান চলে যাবে। পুলিশ কি করবে, ঘুরবে ফিরবে আর চা খাবে। আমার ভাইকে কি বাঁচানো যেত না? আমার ভাইয়ের চশমা আমার হাতে। আমার ভাই যে সময়ে ক্লাসে উপস্থিত থাকবে, সেই সময় তার জানাজা হয়। এই হত্যার বিচার হতেই হবে। 

সমাবেশে বক্তব্য দেন নাফিজের মা নার্গিস বেগম, মামা নুরুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফ হোসেন, মো. ঈমন, ইলিয়াস প্রমুখ।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম