নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি এবং সদস্যসচিব আরমান সিকদার নুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, মন্টি ও নুন্না দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতা মন্টি গতকাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জামে বায়তুল মোকাররম মসজিদের সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর করেন।
গত ৫ আগস্টের পর বরিশাল প্রেসক্লাবে গিয়ে উপস্থিত সাংবাদিকদের অকাথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ রয়েছে নুন্নার বিরুদ্ধে।