হোম > অপরাধ > বরিশাল

পটুয়াখালীতে বাসা থেকে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে এক বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার ওই দম্পতির বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দম্পতির নাম মো. আশ্রাফ উদ্দিন হাওলাদার (৭৫) ও লাইলি বেগম (৬৫)।

পুলিশ জানায়, আশ্রাফ উদ্দিন ও লাইলি বেগমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁরা কেউ বাবা–মায়ের সঙ্গে থাকেন না। গতকাল মঙ্গলবার থেকে মোবাইল ফোনে সংযোগ পাচ্ছিলেন না তাঁদের ছেলে–মেয়েরা। তখন তাঁদের ছেলে স্থানীয় বাসিন্দা মো. রফিক গাজীকে ফোন কল করে দেখতে যেতে বলেন। ওই প্রতিবেশী জানান, বাসার দরজা ভাঙা, ভেতরে লাশ পড়ে আছে। পরে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

রফিক গাজি বলেন, ‘আশ্রাফ উদ্দিন হাওলাদার সব সময় বাসার ভেতরেই থাকতেন। শুধু নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন। তবে গত দু’দিন তাঁকে মসজিদে দেখতে পাইনি। আজ তাঁর ছেলে ফোন করে বললে গিয়ে দেখি, ঘরের দরজা ভাঙা ও ভেতরে লাশ পড়ে আছে।’ 

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) আব্দুস সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব। 

পটুয়াখালীর এসপি আব্দুস সালাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে সিআইডি কাজ করছে। লাশ দেখে বোঝা যাচ্ছে, দুদিন আগে ঘটনা ঘটেছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা রহস্য উদ্‌ঘাটনের জন্য কাজ করছি।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন