Ajker Patrika
হোম > অপরাধ > বরিশাল

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

বরিশাল নগরীতে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ফকিরবাড়ি রোডের এক বাসা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাব্বি শিকদার নগরের দক্ষিণ জাগুয়া এলাকার বাসিন্দা এবং সদর রোডস্থ ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালের চিকিৎসক তানভিরুল ইসলাম ওয়ালীর সহযোগী। 

পুলিশ জানায়, আগামী ১০ ও ১১ নভেম্বর পশ্চিম কাউনিয়া আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য রাত সাড়ে নয়টার দিকে ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালে যান মাদ্রাসার দুই ছাত্র। 

এ সময় চাঁদা দেওয়ার কথা বলে রাব্বি শিকদার এক ছাত্রকে (১৬) ধর্ষণ করেন। অন্য ছাত্রকেও (১৭) ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে রাব্বি শিকদার পালিয়ে যায়। রাত ১টার দিকে অভিযান চালিয়ে তানভিরুল ইসলাম ওয়ালির বাসা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক জহিরুল ইসলাম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম ওই ছাত্রকে পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা