পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছচাপায় এক শ্রমিক মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মধু মোল্লা (৫০)। তিনি আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মধু মোল্লা পেশায় একজন গাছকাটা শ্রমিক। বুধবার দুপুরে ৪-৫ জন শ্রমিক মিলে গাছের গুঁড়ি ট্রলিতে তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি গুঁড়ি মধু মোল্লার মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, গাছের গুঁড়ি ট্রলিতে ওঠাতে গিয়ে মধু মোল্লা নামের এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।