হোম > অপরাধ > বরিশাল

বরিশাল মেডিকেল কলেজ: র‍্যাগিংয়ের বিচার দাবিতে বাম জোটের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ছাত্রী হলে র‍্যাগিংয়ের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। ভবিষ্যতে র‍্যাগিং প্রতিরোধ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হকের কাছে আজ বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি দেন সংগঠনটির বরিশাল জেলার নেতারা।

এ সময় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনসহ বাম জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, বাম সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কাছে স্মারকলিপি দিয়েছেন। তিনি তাঁদের বলেছেন, র‌্যাগিংয়ের বিষয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেবেন। ত‌বে স্মারক‌লি‌পি‌তে কী আছে ব্যস্ততার কারণে দে‌খতে পারেননি।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে শেবাচিমের এক ছাত্রীকে র‍্যাগিং করে ছাত্রলীগের কয়েকজন ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবকেরা গত ২৬ আগস্ট লিখিত অভিযোগ দিতে কলেজে গেলে সেখানে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা করেন দুই চিকিৎসক। কলেজ কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের ঘটনায় একটি তদন্ত কমিটি করলেও এর প্রধান করা হয়েছে অভিযুক্ত শিক্ষক প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহাকে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন