হোম > অপরাধ > বরিশাল

নিয়োগে ঘুষ-অনিয়ম বন্ধে বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ চক্রের হাত থেকে মানুষকে রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা প্রশাসক। 

আজ শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম এ বিজ্ঞপ্তিটি জারি করেন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে এবং নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে। 

জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারকদের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুতই উপজেলার সর্বত্র মাইকিং করবেন।’ 

এর আগে ১৫ বছর ধরে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় গ্রাম পুলিশ, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের নামে কিছু রাজনৈতিক নেতা চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ভুক্তভোগীরা এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছিলেন না। নীরবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাঁরা হয়রানির শিকার হয়ে আসছেন। 

৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেন। এরপর তিনি নিয়োগে ঘুষ-বাণিজ্য বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। এমপির এমন বক্তব্যে ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদের সাহস জোগায়। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগে ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক। 

এদিকে গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন