হোম > অপরাধ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধ: ছোট ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই

চৌদ্দগ্রাম প্রতিনিধি

মাত্র এক শতাংশ জমির জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাই হাফেজ আহমেদকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই সাবেক সেনা সদস্য আবদুল মালেক। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পাইকোটা গ্রামের হাফেজ আহমেদ (৬০) ও তাঁর বড় ভাই আবদুল মালেকের (৬৫) দীর্ঘ বছর ধরে জায়গা সম্পত্তির বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তি করতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার সালিসও হয়। সালিসে হাফেজ আহমেদকে এক শতাংশ জমি বেশি পান। বিষয়টি বড় ভাই আবদুল মালেক মেনে নিতে পারেননি। ঘটনার জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আবদুল মালেক মমতাজ মিয়া নামের অন্য এক ব্যক্তিকে দিয়ে হাফেজ আহমেদকে স্থানীয় জাকিরের চা দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দোকানের মধ্যে থাকা একটি ছুরি নিয়ে হাফেজ আহমেদকে ছুরিকাঘাত করে আবদুল মালেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা হাফেজ আহমেদকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাফেজ আহমেদের ছেলে মোস্তফা কামাল জানান, তাঁর দাদা আবদুল মজিদের দুই স্ত্রী। তাঁর বাবা হাফেজ আহমেদ দ্বিতীয় স্ত্রীর ছেলে। তাঁর জেঠা আবদুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে তাঁর বাবাকে আবদুল মালেক লোক মারফত ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘হাফেজ আহমেদ ও আবদুল মালেক সম্পর্কে সৎ ভাই। তাদের দুজনের মধ্যে এক শতক জায়গা নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে হাফেজ আহমেদকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

পলাতক খুনি আবদুল মালেককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

শিশু নিখোঁজের গুজব: পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ

ভূমিহীনের তালিকায় জমির মালিকেরা, অসহায় চরের বাসিন্দারা

ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মারা গেছেন

বাঁশখালীর সাবেক চার পৌর কাউন্সিলরসহ পাঁচজন কারাগারে

ওয়াসার কোটিপতি গাড়িচালক দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র আমলে নিলেন আদালত

রাউজান বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম

চাঁদা না দেওয়ায় মাতারবাড়ী সমুদ্রবন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা

প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে কাগজপত্রে আগুন দিল দুর্বৃত্তরা

সুবর্ণচরে কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট

চট্টগ্রাম রেঞ্জের সদস্যের সঙ্গে মতবিনিময় আনসার মহাপরিচালকের

সেকশন