Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদা না পেয়ে সন্দ্বীপে ভেকুচালককে গুলি

নোয়াখালী প্রতিনিধি

চাঁদা না পেয়ে সন্দ্বীপে ভেকুচালককে গুলি

চাঁদা না পেয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মো. হোসেন (৩৮) নামে এক ভেকুচালককে (খননযন্ত্র) গুলি করার অভিযোগ উঠেছে। আহত হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে সন্দ্বীপের খায়ের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

গুলিবিদ্ধ মো. হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের উড়িরচর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। জায়গাটি চট্টগ্রামের সন্দ্বীপের পাশেই। 

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, হোসেন তাঁর ভেকু (খননযন্ত্র) দিয়ে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করতেন। কয়েক দিন আগে সন্দ্বীপের রাহাত বাহিনীর প্রধান মো. রাহাত ও তাঁর সহযোগী সাদ্দাম ভেকুচালক হোসেনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে এ নিয়ে হোসেনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনের দুই পায়ে গুলি করেন রাহাত বাহিনীর সদস্যরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল সন্দ্বীপ এলাকায়। ভেকুচালক হোসেনকে রাহাত বাহিনীর লোকজন গুলি করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার