হোম > অপরাধ > চট্টগ্রাম

মাকে গুলি করে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানকারী দল। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, আজ র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানকারী দল অভিযুক্ত মাঈনুকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি অস্ত্র জব্দ করা হয়েছে। 
 
এ বিষয়ে র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, অভিযুক্ত মাঈনুকে কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা দুপুর ১টার সময় চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব-৭-এর সংবাদ সম্মেলনে জানানো হবে। 

উল্লেখ্য, আসামির বাবা সামশুল আলম মাস্টার মারা যাওয়ার পর থেকে সম্পত্তি ও ব্যাংকে জমাকৃত টাকা নিয়ে মা জেসমিন আকতার, ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনু ও বোন শায়লা শারমিন নিপার মধ্যে ঝামেলা শুরু হয়। অন্যদিকে মাঈনু দুই মাস আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ নিয়েও মা ও বোনের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে গত মঙ্গলবার মাকে গুলি করে পালিয়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আকতারকে মৃত ঘোষণা করেন। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ